চলন্ত বাসে উত্যক্তকারীকে পেটালো দুই তরুনী
প্রকাশিত হয়েছে : ৫:৫১:৫৮,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
ভারতের হরিয়ানা রাজ্যে একটি চলন্ত বাসে দুই তরুণী এবং এক যুবকের মধ্যে মারপিটের ভিডিও ফুটেজ নিয়ে তোলপাড় পড়ে গেছে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে।
ঐ দুই ছাত্রী, যারা সম্পর্কে দুই বোন, অভিযোগ করেছে যুবকটি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রতিবাদ করতে গেলে সে তাদের গায়ে হাত তোলে।
মোবাইল ফোনে বাসের এক যাত্রীর তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই বোন এবং এক যুবকের মধ্যে মারামারি চলছে। এক বোনকে ট্রাউজারের বেল্ট খুলে তা দিয়ে যুবকটিকে আঘাত করতে দেখা গেছে।
ইন্টারনেটে বিভিন্ন সামাজিক মাধ্যমে দুই বোনের সাহসিকতার ভূয়সী প্রশংসা করা হচ্ছে। এই মারপিটের সময় কেন অন্যান্য যাত্রীরা চুপচাপ বসে দেখেছে, তা নিয়েও সমালোচনার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াগুলোতে।
ভারতে মহিলাদের ওপর যৌন হামলা বড় ধরণের সামাজিক একটি সমস্যা। মাঝে মধ্যেই রাস্তাঘাটে, এমনকি চলন্ত বাস ট্রেনেও এই ধরণের যৌন হয়রানির অনেক ঘটনার কথা শোনা যায়।
বছর দুয়েক আগে রাজধানী দিল্লিতে একটি চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে এক তরুণীর মৃত্যু নিয়ে ভারত জুড়ে ব্যাপক তোলপাড় হয়।- বিবিসি