চলতি বছরেই রংপুরে ভারতীয় ভিসা কেন্দ্র
প্রকাশিত হয়েছে : ১:০১:৪৪,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
চলতি বছরেই রংপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি নিনাদ এস দেশপান্ডে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রংপুর সিটি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। রংপুর সিটি প্রেসক্লাবের আয়োজনে ও বাংলাদেশ ভারত ফ্রেন্ডস সোসাইটির সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নিনাদ এস দেশপান্ডে বলেন, বাংলাদেশ ও ভারতের সর্ম্পক খুবই বন্ধুসুলভ। সীমানা চুক্তি, তিস্তার পানি চুক্তি, দু’দেশের বাণিজ্য বিস্তার, বৈষম্য দূরীকরণ ও বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়ে দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে। রংপুর বিভাগ উন্নয়নে ভারতীয় হাই কমিশন সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি সবসময় পাশে থাকবে বলে জানান তিনি।
রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি শরীফুজ্জামান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুল হক ফুলু সরকার, সদস্য শাহীন সুলতানা, মহাসচিব সুবির কুশারী, মুক্তিযোদ্ধা হাফিজুল হক সরকার নীলু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, সাবেক সহ সভাপতি এ কে এম মইনুল হক, সাবেক কোষাধ্যক্ষ সাঈদ বাবু প্রমুখ।