চলতি বছরেই ক্যাটরিনার বিয়ে!
প্রকাশিত হয়েছে : ১২:১৭:১১,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন ডেস্ক:: গত বছর থেকে বলিউডে চলছে বিয়ের সানাই। আনুশকা-সোনমের পর সাত পাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন আলিয়াও। বাকি থাকে এখন একজন, তিনি হলেন ক্যাটরিনা কাইফ। এবার তিনিও ওই পথেই হাটতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
সাম্প্রতিককালে ক্যাটরিনা যে ফের সালমানের কাছাকাছি এসেছেন, তা-ও কারোর জানতে বাকি নেই। প্রেমিক রণবীর কাপুরের সাথে বিয়ের খবর প্রায় চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়। এরপর আবারও সালমান খানের সাথে নিয়মিত দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। এমনকি তার সাথে এখন নিয়মিত সিনেমায় অভিনয় করছেন।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে তাকে প্রশ্ন করা হয়, ২০১৯ সালে কী কী চান তিনি। সেখানেই ক্যাট উত্তর দেন, একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, নিজের প্রোডাকশন হাউজ ও তার সঙ্গে আর সিঙ্গেল থাকতে চান না তিনি।
সেই থেকে বলিউড পাড়ায় গুঞ্জন রটেছে এ বছর বিয়ে করছেন ক্যাটরিনা। এরপর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে এ নিয়ে জানতে চাওয়া হলে ক্যাটরিনা বলেন, ‘এ বছরের এখনো অনেকটা সময় আছে। এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চাই না। বিয়ে যদিও হয় সেটি সবাই জানবে। কিন্তু আমার পূর্ব মন্তব্য থেকে সবাই ধরে নিয়েছেন আমি বিয়ে করছি। তবে এটি পুরোটাই গুজব। বিয়ে করবো, তবে কবে করছি এটি এখন বলা মুশকিল।’ আপাতত সালমানের বিপরীতে ভারত ছবির শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। ছবি মুক্তি পাবে আগামী ঈদে।