চলছে ২০ দলীয় জোটের হরতাল
প্রকাশিত হয়েছে : ৬:০৫:৪৭,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালের মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলতে দেখা গেছে। কয়েক জায়গায় বিচ্ছন্ন ঘটনার খবর পাওয়া গেছে।
রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার এলাকায় সকাল থেকে মিনিবাস চলাচল করছে। তবে অন্যদিনের তুলনায় তা কম। এ ছাড়া সড়কে সিএনজি অটোরিকশা, রিকশা চলাচল করছে। স্বাভাবিক আছে হিউম্যান হলারসহ অন্যান্য অন্যান্য ছোটখাটো যানবাহন চলাচল। রাজধানীর বাইরে থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলোকে রাজধানীতে ঢুকতে দেখা গেছে। এ ছাড়া দিনের বেলাও কিছু সড়কে ট্রাক চলাচল করছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মোতায়েন করা হয়েছে। পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের পাশাপাশি র্যাব সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী এলাকায় এ ঘটনায় পুলিশের ছুররা গুলিতে আহত হয়েছেন একজন। পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান, বিএনপি-জামায়াতকর্মীরা হঠাৎ রাস্তায় নেমে এসে গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে সড়কে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও ছররা গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয় বলে জানান ওসি।
এতে কতজন আহত হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ছররা গুলিতে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে মিরপুরের ঘটনাটি ছাড়া রাজধানীতে আর বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে আগের রাতে রাজধানীতে বোমাবাজি ও অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটে যাতে আহত হন পাঁচজন।
কোতোয়ালি, বংশাল, যাত্রাবাড়ী, শাহবাগ ও আদাবর থানা পুলিশ বলছে, এসব এলাকায় সকাল থেকে হরতালের সমর্থনে কোনো মিছিল তারা দেখেননি। সকাল ৭টার পর দয়াগঞ্জের বটতলা মোড়ে কয়েকটি হাতবোমা বিস্ফোরণের কথ শোনা গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর আজিমপুর ও নিউমার্কেটের সামনে পৃথক পৃথক মিছিল বের করেছে বিএনপি। এ সময় মোট ৪ জনকে আটক করেছে পুলিশ।
হরতালের সমর্থনে আজিমপুরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ১৫-২০ জনের একটি দল মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় এনায়েত উল্লাহ খান (৪৩) নামে বিএনপির এক কর্মীকে আটক করে লালবাগ থানা পুলিশ।
লালবাগ থানার ডিউটি অফিসার (এসআই) আমজাদ হোসেন বলেন, বিএনপির একটি দল হরতালের নামে নাশকতা করার চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।
অন্যদিকে একই সময় বিজিবি সদর দফতরের ৩ নম্বর আইয়ুব আলী গেটে হরতাল সমর্থনকারীরা মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নিউমার্কেট এলাকা থেকে আটক হন তিনজন। আটককৃতরা হলেন- সাদত হোসেন (২৯), সাইফুল ইসলাম (৪০) ও আবদুস সালাম (৪৫)।
প্রসঙ্গত, গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ দলীয় নেতাদের মুক্তি দাবিতে সারা দেশে ২৪ ঘণ্টার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।