চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ৬:০৭:৫৯,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চলছে জামায়াতে ইসলামীর ডাকা দুইদিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দফা। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মামলায় আদালত ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে দলটি।
এদিকে হরতাল শুরু হওয়ার আগে থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাজধানী:
এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ‘হরতাল হরতাল’ স্লোগানে তারা মিছিল নিয়ে এসে ওই প্রাইভেট কারে আগুন দেয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গাজীপুর
সকাল পৌনে ৯টায় হরতাল সমর্থনে গাজীপুরের টঙ্গী কলেজ গেটে জামায়াত, শিবির-কর্মীরা মিছিল বের করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া করে ও ১১ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক শিবির-কর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে, সকাল সাড়ে ৭টায় জয়দেবপুর থানাধীন চান্দনা চৌরাস্তায় সেবা হাসপাতালের সামনে একটি ককলের বিস্ফোরণ ঘটায় শিবির-কর্মীরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। অন্যদিকে, গাজীপুর রেল ক্রসিংয়ে রেললাইন অবরোধ করার চেষ্টাসহ রেললাইনে আগুন লাগানোর চেষ্টা চালায় জামায়াত, শিবির-কর্মীরা। এ সময় পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া চৌরাস্তা এলাকায় দু’টি বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কমীরা। মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে মধ্যে মাত্র আধাঘণ্টার ব্যবধানে গাজীপুরে এই ঘটনা ঘটে।
রাজশাহী
হরতালের সমর্থনে রাজশাহীতে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় রাস্তায় টায়ার জ্বেলে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে তারা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হরতালের সমর্থনে শিবির নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর মতিহারের কাজলা এলাকায় ঝটিকা মিছিল করে। একই সময় বোয়ালিয়া মডেল থানার ভদ্রা এলাকায় ঝটিকা মিছিল থেকে বেশ কয়েকটি পিকআপভ্যান ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। এঘটনায় ট্রাকের হেলপার বাঘা উপজেলার গোছরগ্রামের জামাল মণ্ডলের ছেলে রতন গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর হাসপাতাল এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ১০/১২ জন শিবিরকর্মী হরতালের সমর্থনে স্লোগান দিয়ে বাসস্ট্যান্ড এলাকায় আসে। এসময় তারা সদর হাসপাতাল গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।