চলছে জামায়াতের ডাকা দ্বিতীয়দিনের হরতাল
প্রকাশিত হয়েছে : ৬:২১:১০,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সারাদেশে চলছে জামায়াতের ডাকা হরতালে দ্বিতীয়দিন। দ্বিতীয়দিনের শুরু কোথাও তেমন কোনো সংঘর্ষ, মিছিল কিংবা বিক্ষোভের ঘটনা লক্ষ করা যায়নি।
হরতালে সাড়া দেয়নি জনগণ। গাড়ি চলাচল একটু কম থাকলেও অন্যান্য দিনের মতই নিজের কর্মস্থলে যাচ্ছে সাধারণ জনগণ।
রাজধানীর বাড্ডা, মহাখালী, বনানী, রামপুরা, মালিবাগ, কাকরাইল, আজিমপুর, নিউমার্কেট, ফার্মগেট, কারওয়ানবাজার, শ্যামলী, বাংলামটর, শাহবাগ, গাবতলী, মিরপুর এলাকায় হরতাল সমর্থনে কোনো পিকেটিং দেখা যায়নি।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াত ইসলামী দুইদিনের হরতালের ডাক দেয়।