চরফ্যাশনে ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৬:১৬:১২,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ভোলার চরফ্যাশনে পাষণ্ড ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ করেছেন মা। গতকাল চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় এ অভিযোগ করেন মা সাফিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহানপুর এলাকার ওমরাবাজ মৌজার বাসিন্দা সাফিয়া বেগম মৃত আবদুল মালেক পঞ্চায়েতের স্ত্রী। আবদুল মালেক মৃত্যুবরণ করলে তার স্ত্রীর সম্পত্তি জোর দখল করে তার ছেলে কাঞ্চন পঞ্চায়েত, পুত্রবধূ ইয়াছমিন বেগম, হাছনাইন গংরা ভোগ দখল করে আসছেন। এ সম্পত্তি ছাড়ার জন্য অনুরোধ করলে গতকাল তার ছেলে কাঞ্চন পঞ্চায়েত, পুত্রবধূ ইয়াছমিন বেগম, হাছনাইনসহ অন্যান্যরা তাকে বেধম প্রহার করে।
ছেলের হাতে মার খেয়ে মা সাফিয়া বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কোর্টে মামলা করার জন্য সাফিয়া বেগমকে পরামর্শ দেন।
এ ঘটনায় সমগ্র এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে কাঞ্চন পঞ্চায়েত মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, কথা কাটাকাটি হয়েছে কোনো মারধরের ঘটনা ঘটেনি।