চমক দিয়ে গানচিলের নতুন পথচলা
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১৫,অপরাহ্ন ১২ জুন ২০১৫
বিনোদন ডেস্ক::
দীর্ঘ ৪ বছরের বিরতির পর অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল যাত্রা শুরু করল। ‘আসিফের কথায় মুনের গান’ শিরোনামের সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পুনরায় তাদের কার্যক্রম শুরু হলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেডিস কমিউনিটি ক্লাবে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই সংগীতসন্ধ্যার। অনুষ্ঠানের সমন্বয় করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফসানা আসিফ।
এতে গীতিকবি আসিফ ইকবালের লেখা অপ্রকাশিত ২১টি গান গেয়ে পরিবেশন সংগীতশিল্পী মুন। অনুষ্ঠানের মধ্যেই চলে কথোপকথন। নতুন পথচলায় সবাইকে ধন্যবাদ জানিয়ে গানচিলের অন্যতম উদ্যোক্তা আসিফ ইকবাল বলেন, ‘শ্রোতাদের কথা মাথায় রেখে নতুনভাবে সাজানো হয়েছে গানচিল। এর সঙ্গে যুক্ত হচ্ছে মিউজিক ক্লাব, ডিজিটাল এবং কনটেন্টসহ নানা কার্যক্রম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনক চাঁপা, জুয়েল, নকীব খান, নোবেল, সারা জাকের, অনিমেষ আইচ সহ মিডিয়াঙ্গনের নানা গুনী জন।
তিনি আরও বলেন, ‘ গানচিল মিউজিক ক্লাবের একটি সদস্যপদে ১ বছরে ১২টি অনুষ্ঠান, প্রতি মাসে ২টি বিনামূল্যে সিডি, অপ্রকাশিত ১২টি গান শোনা, ১২টি অনুষ্ঠানের যেকোনও ২টিতে অংশগ্রহণের সুযোগ থাকছে।’
জানা গেছে , বিশ্বব্যাপী ডিজিটাল গান প্রচারের লক্ষ্যে দেশীয় টেলিকম অপারেটরসমূহ এবং জেরোনা এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। তাদের প্রযোজনায় গানের পাশাপাশি থাকবে কবিতা, তেলাওয়াত, নাটক, বক্তৃতা, ব্যবসায় প্রশিক্ষণ উপকরণ ও ই-লার্নিং উপকরণসহ অনেক কিছু।
২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তারকা বিউটির প্রথম একক ‘চরণদাসী’ এবং মেহরাব-রুমী’র ‘আড্ডা’ অ্যালবাম দু’টি প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে‘গানচিল’। তখন গানচিলে’র সঙ্গে উদ্যোক্তা হিসেবে জড়িত ছিলেন নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল এবং রেজা। ২০১২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ২১৪টি অ্যালবাম প্রকাশ করে।
এদিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে প্রায় ৫০টির বেশি মার্চেন্টদের মাধ্যমে গাঞ্চিল ডিস্ট্রিবিউশনের কাজ চলছে বলে জানান কর্তৃপক্ষ।