চবির ১৭ ছাত্রলীগ নেতা-কর্মীর জামিন
প্রকাশিত হয়েছে : ১১:২৬:৩৬,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ১৭ ছাত্রলীগ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার জেলা ও দায়রা জজ মো.নুরুল হুদা এ জামিন প্রদান করেন।
জামিন পাওয়া ১৭ জনই নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্সের নেতাকর্মী। আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট রাসেল সরকার বাংলানিউজকে বলেন,গত বছরের ১৫ ডিসেম্বর হাটহাজারী থানায় দায়েরকৃত অস্ত্র আইনে দায়ের করা মামলায় ১৭ জনকে জামিন দিয়েছে আদালত।
গত বছরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে শাহ আমানত হলের সামনে সংঘর্ষে লিপ্ত হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও চ্যুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি)।এতে নিহত হয় সংষ্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তাপস সরকার। ঘটনার দিন পুলিশ ভিএক্স নিয়ন্ত্রিত শাহজালাল হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করে এবং ভিএক্সের ২৫ জনকে আটক করে। পরদিন হাটহাজারী থানায় একটি মামলা রুজু করে পুলিশ।