চবিতে অবরোধ শাটল ট্রেন বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:২২,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
চট্টগ্রাম:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের ডাকে অবরোধ চলছে। আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী দুইটি শাটল ট্রেনের ১২টি বগির হোস পাইপ কেটে দিয়েছে তারা।শনিবার তাপস সরকারের হত্যার বিচারসহ ছয়দফা দাবিতে ছাত্রলীগের একাংশ এ অবরোধ ডেকেছে।
ফলে সকাল থেকে কোন শাটল ট্রেন চলাচল করতে না পারাই দুর্ভোগে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিপাকে পড়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা।
রেলওয়ে পুলিশের ষোলশহর ফাঁড়ির তত্ত্বাবধায়ক আরব আলী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইটি শাটল ট্রেন চলাচল করে। শনিবার সকালে কে বা কারা দুইটি ট্রেনের ১২টি বগির হুস পাইপ কেটে দিয়েছে। ফলে শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগ কর্মী তাপস সরকারের ‘মূল হত্যাকারীদের’ বিচারসহ ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়ন্ত্রিত বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) এর কর্মীরা এ অবরোধের ডাক দেয়।
ভিএক্স’র দেয়া ছয় দফা দাবিগুলো হলো:
১।ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে নিহত ছাত্রলীগ সমর্থক তাপস সরকারের মূল হত্যাকারীদের বিচার
২। কর্তব্য অবহেলার কারণে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইলের অপসারণ
৩। হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার
৪। ছাত্রলীগকর্মীদের হলে অবস্থান ও নিরাপত্তা নিশ্চিতকরণ
৫। ইতোপূর্বে আটক ‘নিরপরাধ’ নেতাকর্মীদের মুক্তি
৬। ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা অস্ত্র ও হত্যা মামলা’ প্রত্যাহার।