চতুর্থ দিনের মতো খালেদার খাবার ফেরত : সবাই অভুক্ত
প্রকাশিত হয়েছে : ৯:২১:০৮,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চতুর্থ দিনের মতো আজও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের জন্য নেয়া খাবার পুলিশ ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সিএনজিচালতি একটি অটোরিকশায় করে বিরিয়ানির প্যাকেট ও পানির বোতল কার্যালয়ের গেটের সামনে আনা হয়। তখন সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকেরা খাবারসহ অটোরিকশাটিকে ভেতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠায়।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবিরের দাবি, আজ সকাল থেকে ভেতরে অবস্থানকারী কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা অভুক্ত রয়েছেন। তাই দুপুরের খাবার হিসেবে ওই বিরিয়ানির প্যাকেটগুলো আনা হয়। কিন্তু গোয়েন্দা সংস্থার লোকেরা তা ফেরত পাঠিয়েছেন। শুক্রবার রাতে খাবার আনতে না দেওয়ায় চিড়া-মুড়ি খেয়ে রাত কাটিয়েছেন তারা। শাইরুল কবিরের দাবি, নৌমন্ত্রী শাহজাহান খানের হুমকির পর থেকেই এমনটা ঘটছে। আজকের আগে তিন দিন এভাবেই খাবার ফেরত পাঠানো হয়েছে।