চট্টগ্রাম পৃথক দুটি অগ্নিকান্ডে পুড়েছে ৫টি বসতঘর
প্রকাশিত হয়েছে : ১২:১৪:৫২,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নগরীর পাহাড়তলী ও চকবাজার এলাকায় পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি বসতঘর পুড়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। শনিবার সকালে ও দুপুরে এ দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত মো. শহিদুর রহমান জানান, পাহাড়তলীর লোহারপুলে সকাল সোয়া ১০টার দিকে আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে যায়। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপর ঘটনায় চকবাজারের ১৭নং ফুলতলা ওয়ার্ডে দুপুর পৌনে দুইটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকান্ডে দুটি বাড়ীর ১৫টি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি অগ্নিকান্ডে মোট নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।