চট্টগ্রাম নার্সিং কলেজের সিনিয়র শিক্ষিকা খুন
প্রকাশিত হয়েছে : ৯:০৪:১৬,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম নার্সিং কলেজের সিনিয়র শিক্ষিকা অঞ্জলি দেবীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল ৯টায় নগরীর চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষিকার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
তারা জানান, শনিবার সকালে চকবাজারের এলাকায় নিজ বাসা থেকে কলেজের দিকে রওনা হন তিনি। এসময় কিছুদূর তেলপট্টির মোড় পৌঁছালে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে অঞ্জলী দেবীর স্বামী ডা. রাজেন্দ্রলাল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘নার্সিং কলেজের ইতিহাসে একজন শিক্ষককে এভাবে মেরে ফেলার ঘটনা এই প্রথম, ‘আমরা প্রশাসনকে অনুরোধ করবো আসামিদেরকে গ্রেফতার করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য’।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, গুরুতর আহত অবস্থায় অঞ্জলী রানীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বেলা ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা এ হামলা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।