চট্টগ্রাম থেকে সিলেটগামী ২ ট্রেনের যাত্রা বাতিল
প্রকাশিত হয়েছে : ১:৩৩:৫৭,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম স্টেশন থেকে সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিলেটগামী ‘জালালাবাদ এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাও বাতিল করতে যাচ্ছে রেলওয়ে।
বৃহস্পতিবার ভোরে সিলেটের কুলাউড়ায় চট্টগ্রামগামী ‘উদয়ন’ ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম থেকে এ দুই ট্রেনের যাত্রা বাতিল হচ্ছে বলে রেলওয়ের পরিবহণ শাখা সূত্র নিশ্চিত করেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, ‘কুলাউড়ায় ‘উদয়ন’ ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সিলেটগামী সকালের ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। বিকেলের দিকে রেল লাইন স্বাভাবিক হয়েছে। তাই সন্ধ্যা ৭টার ‘জালালবাদ এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা এখনো বাতিল করা হয়নি।’
তবে ‘জালালবাদ এক্সপ্রেস’ ট্রেনটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীমঙ্গল স্টেশনে আটকে থাকায় সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সিলেটগামী ‘জালালাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রামে রাতের মধ্যে আসার সম্ভবনা নেই বলে রেলওয়ের পরিবহণ বিভাগের একটি সূত্র নিশ্চিত করছে। ফলে সকালে ‘পাহাড়িকা’র পর সন্ধ্যার ‘জালালাবাদ এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রাও বাতিল হওয়ার সম্ভবনা আছে।
এতে করে সিলেটমুখি যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধ থাকায় সড়ক পথে বাসে করে যেতে না পারায় যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ টিকিটের টাকা ফেরত দিয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে আসা ‘উদয়ন এক্সপ্রেস’ ভোর সাড়ে ৬টায় চট্টগ্রামে পৌঁছে। এটি সকাল ৮টা ১০ মিনিটে ‘পাহাড়িকা’ নামে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে। ‘জালালাবাদ এক্সপ্রেস’ ভোর সাড়ে ৬টায় সিলেট থেকে রওয়ানা দিয়ে সন্ধ্যায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছে। পরে এটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আবার ‘জালালাবাদ এক্সপ্রেস’ নামে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেয়। দুটি ট্রেন সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে আটকা পড়ায় রেলওয়ের পরিবহণ বিভাগের সামনে চট্টগ্রাম থেকে যাত্রা বাতিল করা ছাড়া বিকল্প নেই।