চট্টগ্রামে ৬৫ সোনার বার উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:৫১:১০,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: চট্টগ্রামের কে সি দে রোড এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যের ৬৫টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। মঙ্গলবার মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ একটি প্রাইভেটকার থেকে সোনার বারগুলো উদ্ধার করে।
আটকরা হলেন- দুলাল ধর (৪০) ও পরিতোষ দে (২৮)।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, রাত পৌনে ১টার দিকে সন্দেহজনক অবস্থানের কারণে প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে কালো টেপ মোড়ানো অবস্থায় ৬৫টি সোনার বার উদ্ধার করে।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ঢাকায় পৌঁছে দেয়ার জন্য সোনার বারগুলো তাদের দেয়া হয়েছিল। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।