চট্টগ্রামে ৩২ হাজার ইয়াবাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১১:১২:১২,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর ও লালাপুকুর মাঠে অভিযান চালিয়ে ৩২ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- কক্সবাজার জেলার রামু উপজেলার মৃত সুলতান আহাম্মদের ছেলে সৈয়দ আকবর (৪০) এবং লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক গ্রামের হাকিম আলীর ছেলে নুরুল আবছার (৩৭)। র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার লালাপুকুর হাজী শফির বাড়ীর নিচতলায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী শুলকবহর ৪৩৮/সি কেসি হাউজের ইফতেখার হোসেনের পঞ্চম তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে আরও ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। উদ্ধারকৃত ৩২ হাজার পিস ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা বলে র্যাব’র পক্ষ থেকে দাবি করা হয়।
আটককৃতরা নগরীর সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা মায়ানমার থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছেন মেজর মো. জাহাঙ্গীর আলম। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।