চট্টগ্রামে লাকড়ি বোঝাই ট্রাকে আগুন
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:২৬,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: আজ বুধবার সকাল সাড়ে ছয়টায় সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী থানার ঈছাপুর এলাকায় একটি লাকড়ি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের ১৬ তম দিন আজ। বুধবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সকালে ঈছাপুর লাকড়ি বোঝাই একটি ট্রাকে (চট্টমেট্রো ট ১১-৪১৩১) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি গাড়ি আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।