চট্টগ্রামে মেয়র হাউস নির্মাণ স্থগিত করেছে হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ৯:২৩:৩৭,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: চট্টগ্রামের টাইগার পাস পাহাড় কেটে মেয়রের হাউস নির্মাণ কার্যক্রম সাত দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এ নির্মাণ কাজ করার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল অনুমতি নেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে একটি প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে(মনিটরিং) নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং সকল নির্মাণ সামগ্রী সিটি কর্পোরেশনের নিজ খরচে অপসারণ করে মাটি ভরাটের নির্দেশ কেন দেয়া হবে না, সে মর্মে রুল জারি করেছে আদালত।
পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার চট্টগ্রাম এবং ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাবদিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রবিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গত ৪ ডিসেম্বর জনস্বার্থে এ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী এ রিট দায়ের করেন।