চট্টগ্রামে বিদেশী মদসহ বোট জব্দ
প্রকাশিত হয়েছে : ১১:২৪:২৩,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বৃহস্পতিবার ৪ ঘটিকায় বাংলাদেশ নৌবাহিনীর বিএন ফ্লোটিলার এন্টি স্মাগলিং দল চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি বোটকে সন্দেহজনক গতিবিধির জন্য ধাওয়া করে। নৌবাহিনী টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুতগামী সন্দেহজনকরা বোট তীরে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে নৌবাহিনী টহলদল বোটে তল্লাশী করে অবৈধভাবে বহনকৃত ২১৩৬ বোতল বিদেশী মদ ও হুইস্কি জব্দ করে। বোটসহ জব্দকৃত অবৈধ মদ ও হুইস্কির আনুমানিক মূল্য প্রায় ৩৯ লক্ষ ৮ হাজার টাকা। আটককৃত বোট এবং অবৈধ বিদেশী মদ ও হুইস্কি কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।