চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ৭:০৬:১৭,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে বিএনপি কর্মী ৩ জন, শিবির কর্মী ৮ জন ও জামায়াতের ১০ কর্মী রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বলেন, মঙ্গলবার রাতে সীতাকুণ্ড, হাটহাজারী, জোরারগঞ্জ, সাতকানিয়া ও লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে চট্টগ্রামজুড়ে পুলিশের এ অভিযান চলছে।