চট্টগ্রামে প্রভাতীর ইঞ্জিন-বগি প্লাট ফরমে
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:৫৪,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম রেলস্টেশনে মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে প্লাট ফরমে উঠে গেছে। তবে এতে কেউ হতাহত হয়ন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ভোরে ডক থেকে স্টেশনে আসছিল। এ সময় লাইনচ্যুত হয়ে ইঞ্জিন ও একটি বগি প্লাটফরমে যাত্রী যাতায়াত গেটে ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙ্গে যায়।
জিআরপি থানার ওসি হিমাংশু দাস রানা জানান, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।