চট্টগ্রামে পোশাক কর্মীকে কুপিয়ে খুন
প্রকাশিত হয়েছে : ১১:০৩:০৯,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় মো.ফরিদ (২৭) নামে এক পোশাক কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে খোয়াজনগর এলাকায় শিমক্ষেত থেকে ফরিদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
কর্ণফুলী থানার ওসি মো.মহিউদ্দিন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফরিদের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে রাতেই খুন করা হয়েছে। তার মুখে, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
ওসি জানান, খোয়াজনগর এলাকার জহুর আহমদের ছেলে ফরিদ নিজেও একটি হত্যা মামলার আসামি। মাস তিনেক আগে জেল থেকে জামিনে বের হয়ে সে একটি পোশাক কারখানায় কাজ নেয়। রাতে কারও বাড়িতে চুরি করতে গিয়ে অথবা নারী পোশাক কর্মীদের কোন কলোনিতে অনৈতিক কাজ করতে গিয়ে ফরিদ হত্যাকান্ডের শিকার হয়েছে বলে ধারণা করছেন ওসি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।