চট্টগ্রামে পেট্রল বোমায় রিক্সাচালক দগ্ধ
প্রকাশিত হয়েছে : ১০:৩০:৪৯,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে নগরীতে পেট্রল বোমায় ফজলুর রহমান (৫২) নামে এক রিক্সাচালক দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর আকবর শাহ থানার কর্ণেলহাট এলাকায় পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে।
আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ জানান, শুক্রবার রাতে রিক্সা চালিয়ে বাসায় ফেরার পথে ফজলুর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রল বোমা ছুঁড়ে মারে। এতে তার হাত ও পায়ের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। পেট্রল বোমায় তার রিক্সাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত নায়েক শিলাব্রত বড়ুয়া বলেন, আহত রিক্সাচালককে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। হাত, পাসহ তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
তবে ফজলুর রহমানের অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন ওসি আব্দুল মজিদ।
দগ্ধ ফজলুর রহমান নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকার জনৈক আলাউদ্দিনের ছেলে।