চট্টগ্রামে পরিত্যক্ত ককটেল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:৪০:৪০,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
জামায়াতের ডাকা হরতাল চলাকালে নগরীর কোতয়ালি থানার জামালখান এলাকা থেকে একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ককটেলটি উদ্ধার করা হয়েছে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) মো.কামরুজ্জামান ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, জামালখানে খাস্তগীর স্কুলের বিপরিতে ফুটপাতে ককটেলটি দেখতে পায় টহল পুলিশ। এরপর ডিবি’র বোমা নিস্ক্রিয়করণ ইউনিট গিয়ে সেটি উদ্ধার করে নিস্ক্রিয় করে। ককটেলটি ভেজা অবস্থায় ছিল।
এর আগে বুধবার রাত ৮টার দিকে খাস্তগীর স্কুলের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, জামায়াতের ডাকা হরতালের জন্য পরিকল্পিতভাবে আতংক সৃষ্টি করতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।