চট্টগ্রামে নাগরিক ঐক্য-পরিষদ নেতা শফি কারামুক্ত
প্রকাশিত হয়েছে : ১:৩৭:০৮,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন নাগরিক ঐক্য-পরিষদ বন্দর থানার আহ্বায়ক ও ৩৭ নং মুনিরনগর ওয়ার্ড এর প্রধান পৃষ্ঠপোষক শফিউল আলম।
শুক্রবার তিনি মুক্তি পান। তিনি বাড়িতে পৌঁছানোর পরপর নাগরিক ঐক্য-পরিষদের উদ্যোগে তৎক্ষণাত তাকে সংবর্ধনা দেয়া হয়।
গত ২১ নভেম্বর আনন্দবাজার টি.জি.-কলোনী এলাকায় গরিব-দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণকালে গ্রেফতার হন শফিউল আলম।