চট্টগ্রামে দুই ব্যাবসায়িক প্রতিষ্ঠানে আগুন
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:৩৯,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাত পৌনে চারটার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে। ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো হলো- শরীফ এন্টারপ্রাইজ ও কম্পিউটার সোর্স। আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ছয়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ইয়াহিয়া বলেন, ক্ষতিগ্রস্থ প্র্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট এবং অন্যটি কম্পিউটার সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান।