চট্টগ্রামে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশিত হয়েছে : ৮:১২:০৫,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘পাকবন্ধু’ বলায় চট্টগ্রামে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের হয়েছে।
কটূক্তির মাধ্যমে রাষ্ট্রের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মানহানির অভিযোগে দায়ের হওয়া ওই মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. নূরুল আলম মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলায় বাদীপক্ষে শুনানি করেন- জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম। তিনি বলেন, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তীব্র বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়ায় আমরা তারেক রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করেছি। আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আদালত ১১ জানুয়ারি এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বলেও জানান তিনি।
এ নিয়ে তারেকের বিরুদ্ধে চট্টগ্রামে মোট চারটি মামলা দায়ের হলো। এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি এবং মানহানির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।
গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের অস্ট্রিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন। একাত্তরে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান।’
তারেক রহমান বক্তব্যে আরো বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব পরিবারের কোনো অবদান নেই। শেখ মুজিব আওয়ামী লীগের জন্য এখন লাল সালু। এই লাল সালুকে ঘিরে থাকে ভণ্ডরা।’
তারেক রহমান বলেন, ‘দখলদার ও রং-হেডেড শেখ হাসিনা যখনই বিপদে পড়েন- জনগণকে ধোকা দিতে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দেন। তার পরিবারেই রাজাকারের বংশবিস্তার হচ্ছে। রাজাকাররা তার মন্ত্রিসভায়ও রয়েছেন।’
আওয়ামী লীগকে দেখামাত্র রাজাকার বলারও পরামর্শ দেন তারেক রহমান।
এরপর থেকে বাংলাদেশে বিগত কয়েক দিনে তারেক রহমানের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অব্যাহতভাবে মামলা করে চলেছে। এর মধ্যে গতকাল সোমবারই দেশের বিভিন্ন জেলায় ২০টি মামলা করা হয়। রবিবার করা হয়েছিল ১২টি মামলা।
এসব মামলার বেশ কয়েকটিতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং আরো বেশ কয়েকটি মামলায় সমন জারি করা হয়েছে।