চট্টগ্রামে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ৬:২০:২৬,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: হরতাল-অবরোধের মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে রেলের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা অনেকগুলো প্যান্ডেল ক্লিপ খুলে রাখে। এতে লাইনটি ঢিলা হয়ে যায়। এ অবস্থায় ঘটনাস্থলে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালে এর দুইটি বগি লাইনচ্যুত হয়।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সোমবার ভোররাতে বড় তাকিয়া এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। ইঞ্জিন এবং দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিন এবং বগি দুটি পাশের লাইনে পড়ায় দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনের ৪২ ফুট অংশ সরিয়ে ফেলা হয় বলে জানান তিনি। দুর্ঘটনায় ময়মনসিংহ এক্সপ্রেসের চালকসহ ৫ জন সামান্য আহত হয়েছে। সকালে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
দুর্ঘটনার কারণে রাতে ঢাকা ও সিলেট থেকে রাতে ছেড়ে আসা কোনো ট্রেনই চট্টগ্রামে পৌঁছায়নি। চট্টগ্রাম থেকেও ঢাকাগামী মহানগর প্রভাতী ও সুবর্ণ এক্সপ্রেস ছাড়েনি। বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা দেশজুড়ে লাগাতার অবরোধের মধ্যে প্রতিদিনই যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পাশাপাশি রেলপথের ফিসপ্লেট খুলে ফেলা, ট্রেনে পেট্রোল বোমা ছোড়ার বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। ৬ জানুয়ারি অবরোধ শুরুর পর থেকে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।