চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:২৩:২৭,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহিম ওরফে লেদু নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বলেন, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর রাউজান থানায় মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসেন আবদুর রহিম। এরপর বিভিন্ন সময় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
আবদুর রহিম রাউজান উপজেলার পূর্ব রাউজান ফরেস্ট অফিস এলাকার মৃত মোকছেদুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে রাউজান ও রাঙ্গামাটি জেলার কাউখালী থানায় মাদক আইনে দুইটি মামলা ছিল।