চট্টগ্রামে গাড়ি ভাঙতে গিয়ে শিবির কর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ৮:১৩:০৯,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: অবরোধের মধ্যে গভীর রাতে চট্টগ্রামে মহাসড়কে গাড়ি ভাংচুরের চেষ্টা করতে গিয়ে একটি গাড়ির চাপায় ইসলামী ছাত্র শিবিরের এক কর্মী নিহত হয়েছেন।
নিহত মো. জুবায়ের (২০)চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিনার খিল নতুন বাজার এলাকার মো. ইউনুসের ছেলে।
জুবায়ের শিবির কর্মী এবং তার বিরুদ্ধে হরহতাল-অবরোধে নাশকতার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে বলে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানিয়েছেন।
তিনি বলেন, উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মঙ্গলবার গভীর রাতে জুবায়েরসহ কয়েকজন গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।
“এসময় একটি গাড়ির চাপায় জুবায়ের নিহত হয়।” ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায় বলে জানান তিনি।