চট্টগ্রামে কার-মিনিবাসে পেট্রোল বোমা, দগ্ধ ১
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:২৯,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নগরীর পাঁচলাইশ থানার আঁতুরার ডিপো এলাকায় প্রাইভেট কার ও একটি মিনি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতালকারীরা। এতে এক যাত্রী দগ্ধ হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া হরতালকারীদের ছোড়া ঢিলে একটি ট্রাকের সামনের গ্লাস ভেঙে গেছে। দগ্ধ যাত্রী কামরুল আলম (৫২) হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা। আটক লোকমানের পরিচয় জানা যায়নি।
নগরীর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দীপক জ্যোতি খিসা বাংলানিউজকে বলেন, আঁতুরার ডিপো এলাকায় একটি প্রাইভেট কারে পেট্রোল বোমা নিক্ষেপ হরতালকারীরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া হরতাল সমর্থকদের ছোঁড়া ঢিলে একটি ট্রাকের সামনের গ্লাস ক্ষতিগ্রস্থ ভেঙে যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির নায়েক মোহাম্মদ হামিদ বলেন, পেট্রোল বোমায় দগ্ধ এক যাত্রীকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ কামরুল আলমের শরীরের ৩ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।