চট্টগ্রামে ককটেলে আহত শিবির কর্মীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:৩২:৫০,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: চট্টগ্রামের কদমতলী এলাকায় গাড়িতে ককটেল ছুঁড়তে গিয়ে বিস্ফোরণে আহত ছাত্রশিবির কর্মী সাকিবুল ইসলাম মারা গেছে।
গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।
সাকিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের প্রচার সম্পাদক গিয়াস চৌধুরী।
নিহত সাকিবুল ইসলাম চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পুটিবিলা গ্রামের মৃত ওসমানুল হকের ছোট ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
গত ২০ জানুয়ারি রাত ৮টার দিকে চট্টগ্রাম কোতোয়ালী থানার কদমতলী এলাকা থেকে আহত অবস্থায় পুলিশ তাকে আটক করে। পুলিশের দাবি, তিনি ককটেল বহন করছিলেন এবং নিজের ককটেলে নিজেই আহত হয়েছেন।
আহত হওয়ার পরদিন রাত ৪টার দিকে পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে গত ২৪ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল সেন্টারে তাকে স্থানান্তর করা হয়। সেখানে তাকে দুই দিন লাইফ সাপোর্টে রাখার পর গত ২৬ জানুয়ারি রাতে ঢাকা অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত তিনটার দিকে তিনি মারা যান।