চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০৯, বহিষ্কার ১
প্রকাশিত হয়েছে : ১:০১:২৯,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে চট্টগ্রামে এসএসসি পরীক্ষার তৃতীয় দিন ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় ২০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাছাড়া পরীক্ষা চলাকালীন অসুদপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১২টায় পরীক্ষা শেষ হয়েছে। শান্তিপূর্ণভাবে তৃতীয় দিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলকালীন সময় কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চট্টগ্রামে ইংরেজী প্রথম পত্র এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তৃতীয়দিনের পরীক্ষায় ২০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তিনি বলেন, তৃতীয় দিনে মোট ৮৩ হাজার ২৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৫৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। পরীক্ষা চলাকালীন অসুদপায় অবলম্বনের দায়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৫৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯৮১ বিদ্যালয় থেকে এসব কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিয়েছে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে। চট্টগ্রাম নগরী ও জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. পীযূষ দত্ত। পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র্যাব , পুলিশ ও আনসার বাহিনী মাঠে ছিল বলে জানান তিনি।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রামে বোর্ডে এবার ৮৮ হাজার ৬০২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞানে ২০ হাজার ১৯২, মানবিকে ২০ হাজার ৮৯৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ হাজার ৫১৭জন। মোট পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলায় নগরীসহ পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১৪৯ জন। মহানগরে ২৪ হাজার ৮০, কক্সবাজার জেলায় ১১হাজার ৪১,রাঙামাটিতে ৬ হাজার ২৭,খাগড়াছড়িতে ৫ হাজার ৪৪৩ এবং বান্দরবানে ১ হাজার ৯৪৩জন।