চট্টগ্রামে ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৫:৫১:২২,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
ডেস্ক রিপোর্ট::
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে এই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী হোসেন (৩২)।
নগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে- বলা হয়, গ্রেফতারকৃত আলী হোসেনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।