চট্টগ্রামে আ’লীগের সমাবেশে দুই পক্ষের মারামারি, ককটেল বিষ্ফোরণ
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:০৭,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে নগরীর খুলশী থানা আওয়ামী লীগের সমাবেশস্থলের পাশে দফায় দফায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল চারটা ও পাঁচটার দিকে শহীদ শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সমাবেশে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া সমাবেশ চলাকালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষ চেয়ার ছোঁড়াছুড়ি করে।