‘চট্টগ্রামের মাঠকে স্মরণীয় করতে চাই’
প্রকাশিত হয়েছে : ১:১৩:৩৬,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টাইগারদের সামনে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার হাতছানি। চট্টগ্রামের মাঠে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ তে সিরিজ জয় করে জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামকে স্মরণীয় করতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার বিকেলে প্র্যাকটিস শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিকুর রহিম এ মন্তব্য করেন। চট্টগ্রামের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার কথা উল্লেখ করে মুশফিক বলেন, ‘জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়ে নিজেদের অবস্থানের আরও উন্নতি ঘটাতে চাই আমরা। টানা ম্যাচ জয়ের ফলে আমরা পরের বছরগুলোতে বাড়তি কিছু টেস্ট খেলার সুযোগ পেতে পারি।
টেস্টে ভালো করতে হলে বেশি বেশি ম্যাচ খেলার বিকল্প নেই।’ মুশফিক বলেন, ‘৩-০ ব্যাবধানে জিম্বাবুয়েকে হারিয়ে আইসিসির নতুন নিয়মে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকাটাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। অন্তত পাঁচদিন যেন আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি।
খুলনার ম্যাচে নিজের ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে এসে তৃতীয় টেস্টে চট্টগ্রামের মাঠেই দলকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’ সোমবার নির্ধারিত সময়ের অনেক আগেই মুশফিকুর রহিম পুরো টিম নিয়ে মাঠে নেমে পড়েন অনুশীলনের জন্য। শুধু ব্যাটিং বা কিপিং নয়, বোলিং অনুশীলনও করতে দেখা গেছে মুশফিককে।
টানা প্রায় সাড়ে চার ঘণ্টা অনুশীলন করে গোটা দল। খুলনায় ১৬২ রানের বিরাট জয়ে মুশফিকের দুই ইনিংস মিলে রান ছিল মাত্র ১১। রানআউট হয়ে ফিরে যাওয়ার আগে প্রথম ইনিংসে ১১ রান করতে ৪৫ মিনিট ক্রিজে ছিলেন। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন মুশফিক।
এর আগে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ৬৪ রান করেন । আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন বাংলাদেশ দলের এই চৌকস অধিনায়ক।