চকবাজারে দগ্ধ আরো দুজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:৫৭:৩১,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৯
নিউজ ডেস্ক:: প্রাণ হারালেন রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে দগ্ধ আরো দুইজন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেনের দেহের ২৮ ভাগ পুড়ে গিয়েছিল। তিনি রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় রিকশা চালাতেন বলে জানিয়েছেন তার স্বজনেরা।ঘটনার দিন আনোয়ার হোসেন চুড়িহাট্টায় রিকশা চালাচ্ছিলেন। আনোয়ারের সন্তানদের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও স্বজনেরা।
রাত পৌনে ২ টার দিকে সোহাগ নামে আরো একজনের মৃত্যু হয়। তার দেহের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল। ২২ বছর বয়সী সোহাগ একটি প্রসাধনীর দোকানে কাজ করতেন।