চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক
প্রকাশিত হয়েছে : ১০:৪২:২৮,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৯
নিউজ ডেস্ক:: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সোমবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। গতকাল রবিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,সোমবার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।এ ছাড়াও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।