ঘানায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে নিহত ৯০
প্রকাশিত হয়েছে : ১:১০:১৩,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ঘানায় একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। বুধবার রাতে রাজধানী আক্রায় এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা দুই দিনব্যাপী ভারি বৃষ্টিতে বিদ্যুৎবিচ্ছিন্ন ও ঘরছাড়া বিপর্যস্ত মানুষগুলো ওই পাম্পে আশ্রয় নিয়েছিলেন।
দমকল বাহিনীরা মুখপাত্র প্রিন্স বিল্লি অ্যানাগলেট জানান, পেট্রোল পাম্পের কাছেই একটি ট্রাক স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পেট্রোল পাম্প ও পাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘এটা ছিল বিস্ফোরিত আগুন এবং এই কারণে পেট্রোল পাম্পের ভেতরে যারা আশ্রয় নিয়েছিলেন তারা বের হতে পারেননি।
আক্রার মেয়র ওকো ভ্যান্দারপুজি জানান, রাতে দমকল বাহিনী যখন আগুন নেভানোর চেষ্টা করছিল তখন পুলিশ ও সেনাবাহিনী ধ্বংসাবশেষের মধ্যে আটকা থাকাদের উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
প্রেসিডেন্ট জন মাহামা ভস্মীভূত হয়ে যাওয়া পেট্রোল পাম্পটি পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন।