গয়েশ্বর গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৬:১০:৪২,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদূর রহমান আটকের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সাড়ে ৬টার দিকে সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তাকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গয়েশ্বরের বাসায় তল্লাশি চালানো হয়। বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায়ও গতকাল দুপুরে তল্লাশি চালায় পুলিশ।
উল্লেখ্য, আগামীকাল ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির সমাবেশ। সমাবেশকে ঘিরে সারা দেশের দৃষ্টি এখন গাজীপুরে। এ সমাবেশকে বিএনপির আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট ভাবা হচ্ছে। ছাত্রলীগ সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয়ার পর গতকাল গাজীপুরে পাল্টা সমাবেশের ডাক দেয়ায় এটি এখন দু’দলের জন্যই চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর ঠিক একদিন আগে আটক করা হলো বিএনপির এ শীর্ষস্থানীয় নেতাকে।