গ্রেফতার হলেন গায়ক মিকা সিং
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৫৫,অপরাহ্ন ১১ জুন ২০১৫
বিনোদন ডেস্ক::
গায়ক মিকা সিং গ্রেফতার হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে জামিন যোগ্য ধারায় ‘তু মেরা হিরো’ গায়ককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এক চিকিৎসককে চড় মারার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
কিছুদিন আগে এক গানের অনুষ্ঠানে অটোগ্রাফের আবদারে মিকার কাছে খাতা এগিয়ে দিয়েছিলেন সেই ভক্ত। হুড়হুড়িতে মিকার গায়ে লাগে ভক্তর হাত। তখনই সেই ভক্তকে চড় কষান মিকা। অভব্য আচরণও করেন বলে অভিযোগ।
মিকা এর আগেও অনেক বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত হয়েছিলেন। রাখি সাওয়ান্তের সঙ্গে চুমু কাণ্ডে দিয়ে তাঁর বিতর্কের শিরোনামে আসা শুরু হয় তার।