গ্রেফতারের পর ডিবি কার্যালায়ে ফখরুল
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:৫৬,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের পর ডিবি কার্যালায়ে নিয়ে গেছে পুলিশ। একদিন অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার বিকেল সোয়া ৪ টায় প্রেসক্লাব থেকে জরুরী প্রেস ব্রিফিং শেষ করে বের হওয়ার পর তাকে আটক করা হয়।
মির্জা ফখরুল প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় পুলিশের সামনে কয়েকজন তার গাড়ি ভাংচুর করে এবং তার বিরুদ্ধে মিছিল করতে থাকে। এসময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে। এরপর তিনি গাড়িতে উঠলে ডিবি পুলিশ তার সাথে উঠে। পরে প্রেসক্লাব থেকে বের হওয়ার পর ডিবি পুলিশ তার গাড়ি সহ তাকে নিয়ে যায়।
এর আগে জরুরী প্রেস ব্রিফিং করেন মির্জা ফখরুল। প্রেস ব্রিফিং করে তিনি বলেন, দেশে গণতন্ত্র একেবারে অনুপস্থিত। গণতন্ত্র পুরোপুরি ধ্বংসের কিনারায়। প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে। তাই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য খালেদা জিয়ার নেত্রীকে দেশকে রক্ষার জন্য সবাই একত্রিত হয়ে সংগ্রাম করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সোমবার দুপুরে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রেসক্লাবে আসেন ফখরুল। একই সময়ে প্রেস ক্লাব চত্বরে আওয়ামীপন্থি সাংবাদিকদের একটি অনুষ্ঠান চলছিল। মির্জা ফখরুল প্রেসক্লাবে অনুষ্ঠান শেষ করার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে তাকে ভিতরে আটকে রেখে প্রেস ক্লাবের তিনটি গেইটে অবস্থান নেয় পুলিশ।