গ্রীসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আশরাফ শিশিরের “গাড়িওয়ালা”
প্রকাশিত হয়েছে : ৯:১০:২০,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক::
সরকারি অনুদানের চলচ্চিত্র আশরাফ শিশির পরিচালিত “গাড়িওয়ালা” আগামী ১৬ ডিসেম্বর গ্রীসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিতব্য সেখানকার সংস্কৃতি মন্ত্রনালয়ের আয়োজনে “ ৪র্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসব” এ চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতার অংশ হিসাবে প্রাচীন ঐতিহ্যবাহী “স্টুডিও” সিনেমা হলে প্রদর্শিত হবে। আগামী ১৩-২১ ডিসেম্বর ১১দিন ব্যাপী এই উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ইরান, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, রুমানিয়া, তাইওয়ান, নেদারল্যান্ডস্, ফ্রান্স, তুরস্ক, সুইডেন ও বাংলাদেশের মোট ১৫টি বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। উল্লেখ্য, “গাড়িওয়ালা” ইতিমধ্যেই গত ১৯-২৪ অক্টোবরে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতে “শারজাহ্ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব” এবং গত ৯-১৭ নভেম্বরে অনুষ্ঠিত “২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব” এ প্রদর্শিত হয়েছে। এছাড়া পর্তুগালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “আভানকা ২০১৪”তে ট্রেইলার ইন মোশন বিভাগে মনোনীত হয় “গাড়িওয়ালা”।
“গাড়িওয়ালা” দুই ভাই এবং তাদের মায়ের গল্প – গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ পুরুষ হয়ে ওঠার গল্প, তারা প্রচন্ড দারিদ্রের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাঁথা..যে গাড়িকে কেউ কোনদিন হারাতে পারেনি সেই গল্প গাড়িওয়ালা।
এ ব্যাপারে পরিচালক আশরাফ শিশির বলেন, “এটা বড়ই আনন্দের যে, “গাড়িওয়ালা” চলচ্চিত্রটি ভারত-আরব সাগর পার হয়ে গ্রীক সভ্যতা ছুঁয়ে যাচ্ছে। আশা করছি, ছবিটি আরো কিছু দেশ থেকে সম্মাননা বয়ে আনবে। সব ঠিকঠাক থাকলে এই শীতেই বাংলাদেশে মুক্তি পাবে গাড়িওয়ালা।“
সুঅভিনেত্রী রোকেয়া প্রাচী ও প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির , সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আব্দুর রহমান রাজীব, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হল মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।” চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। মিডিয়াএইড বাংলাদেশ প্রযোজিত ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এর কারিগরী সহায়তায় নব্বই মিনিট ব্যাপ্তির “গাড়িওয়ালা” পাবনা, গাজীপুরের প্রত্যন্ত গ্রামে এবং এফডিসিতে সিংহভাগ আউটডোর-ভিত্তিক ৩০ দিনের শুটিং সম্পন্ন হয় এবং গত ২৫ মে বাংলাদেশ সেন্সর বোর্ডের আনকাট সেন্সরশিপ পায়। গাড়িওয়ালা চলচ্চিত্রের রেডিও পার্টনার এবিসি রেডিও এফএম ৮৯.২ ও ব্লগ পার্টনার ইস্টিশন ব্লগ ।