গ্যাস-বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করে অমানবিক আচরন করছে সরকার —সাবেক এমপি মিলন
প্রকাশিত হয়েছে : ৩:৪২:৫৪,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
ছাতক সংবাদদাতা::
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে সরকার আগুন নিয়ে খেলতে শুরু করেছে। দেশের তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মানষিকভাবে নির্যাতন করছে সরকার। তাকে অবরুদ্ধ করে রেখে বাসার গ্যাস-বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করে অমানবিক আচরন করছে সরকার। গণতান্ত্রীক দেশে সরকারের এমন আচরন কখনো কাম্য হতে পারে না।
তিনি বলেন, সরকার পতনের আন্দোলন রোধ করতে পেঠুযা পুলিশ বাহিনী বিএনপির উপর হায়নার মত আচরন করছে। নির্যাতন ও হামলা-মামলা করে সরকার পতন আন্দোলন রোধ করা যাবে না। ঐক্যবদ্ধ দেশবাসী আজ অবধৈ হাসিনা সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। ৭২ ঘন্টার হরতালের সমর্থনে শনিবার বিকেলে ছাতকে বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপি’র আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি মোশারফ হোসেন, জেলা বিএনপির সদস্য সামছুর রহমান সামছু, বিএনপি নেতা এড. আব্দুল কাহার, উপজেলা বিএনপির সদস্য জাহেদুল ইসলাম আবাব, হাজী রুহুল আমিন, আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সদস্য এস এম লায়েক শাহ, শামছুর রহমান বাবুল, সাবেক কমিশনার আফতাব মিয়া, সুলেমান মিয়া, বাকি বিল্লাহ, মেহেদী হাসান সোনা মিয়া, শাহ মইনূল হাসান, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, শফি উদ্দিন, মোজাম্মেল হক রুহেল, বিএনপি নেতা হাজী আশিদ আলী, হাজী কদরুল ইসলাম, মনির উদ্দিন মেম্বার, বাবুল মিয়া মেম্বার, আব্দুল হামিদ, শফিক মিয়া, আজাদ মিয়া, লিলু মিয়া, আব্দুল কাবির, আব্দুল কাইয়ূম, আব্দাল মিয়া, পৌর মৎস্যজীবীদলের সভাপতি আকিল আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক তোফায়েল খান বিপন, যুবদল নেতা আব্দুল করিম চন্দন, লিজন তালুকদার, রফিক মিয়া, তারেক আহমদ, আরিফ আলী, হিরা মিয়া, সুলতান মাহমুদ, কুতুব উদ্দিন, রাসেল মাহমুদ, কামাল উদ্দিন, মীর কামিল, বাবলা দাস, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, সহ-সভাপতি আরিফ বিল্লাহ, এনামুল হক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, সহ-সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন, ছাত্রদল নেতা সাচ্ছা আবেদীন, ইমরান আহমদ, কামরুল হাসান রুকন, মনির উদ্দিন রানা, নোমান এমদাদ কার্জন, ইব্রাহিম খলিল শুভ, আব্দুল্লাহ সনি, আবিদ হোসেন, রাহেল আহমদ প্রমূখ।