গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কর্মসূচী : ৫ নভেম্বর স্মারকলিপি ৮ নভেম্বর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৯:১০:২৩,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
বর্তমান সরকারের গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্রথম সভা রোববার সন্ধ্যা ৬ টায় দরগা গেইটস্থ হোটেল হলিসাইডে অনুষ্ঠিত হয়। পরিষদের আহবায়ক লেঃ কর্ণেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর-এর সভাপতিত্বে সদস্য সচিব মকসুদ হোসেনের পরিচালনায় সভায় আগামী বুধবার ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ৮ নভেম্বর শনিবার মানববন্ধের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকারের গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া বাতিল করার জন্য সভা থেকে আহবান জানানো হয়। সভায় ৫ নভেশ্বর বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ৮ নভেম্বর বেলা ১২ টায় সিটি পয়েন্টের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জরুরী ভিত্তিতে সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানানো হয়। বিদ্যুতের ডিজিটাল মিটার ও ভৌতিক বিল নিয়ে দুর্নীতি বন্ধ ও গ্রাহকদের হয়রানী বন্ধের জোর দাবী জানানো হয়। সভায় ১ নভেম্বর দেশব্যাপী নজীরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ের জন্য উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এডভোকেট আজিজুল মালিক চৌধুরী, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আবুল হোসাইন চতুলী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আব্দুল হাফিজ, শ্রমিক নেতা ইউনুছ, আব্দুল মান্নান পুতুল, বদরুল হোসেন খান কামরান, মোহাম্মদ বখ্ত, শিবগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, শহীদ আহমদ খান প্রমুখ।
সভায় মাওলানা আবুল হোসাইন চতুলী ও বদরুল হোসেন খান কামরানকে আহবায়ক কমিটিতে কপ্ট করা হয়েছে। সভায় আগামী ৫ নভেম্বর স্মারকলিপি প্রদান ও ৮ নভেম্বর মানববন্ধন কর্মসূচীতে গ্যাস ও বিদ্যুৎ গ্রাহকদের উপস্থিত থাকার জন্য গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক লেঃ কর্ণেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর ও সদস্য সচিব মকসুদ হোসেন অনুরোধ জানিয়েছেন।
বিজ্ঞপ্তি