গ্যাসের চুলার আগুনে কেরানীগঞ্জে মা ও দুই ছেলে দগ্ধ
প্রকাশিত হয়েছে : ৫:৪০:৪৩,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে মা ও দুই ছেলে দগ্ধ হয়েছেন। মান্দার হাজি তিতুমিয়ার বাড়ির ৫ম তলায় মঙ্গলবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন মা খালেদা বেগম (৫০), দুই ছেলে রকি (২৫) ও রাব্বি (১২)।
জানা গেছে, রাতে আগুন লেগে তিনজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।