গোয়াইনঘাটে ২০ দিন ধরে নিখোঁজ ৪ সন্তানের জননী
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৫৭,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৯
সিলেট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খন্ড বানীগ্রামের রাশিদ আলীর মেয়ে মোছা: রুশনা বেগম রহিমা (২৯) নামে ৪ সন্তানের জননী নিখোঁজ রয়েছেন। ২০ দিন থেকে নিখোঁজ গৃহবধু রুশনা বেগমের কোন খুজ না পেয়ে থানায় অভিযোগ করেছেন তার বাবা রাশিদ আলী।
জানা যায়, রাশিদ আলীর মেয়ে রুশনা বেগম রহিমা কে তার বাড়ীতে গিয়ে না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার অবস্থান জানতে চান। তখন তারা তার অবস্থান জানেনা বলে জানান। এসময় উপায়ান্তর না দেখে সমূহ সব জায়গায় খুজে না পেয়ে গোয়াইনঘাট হাজির হয়ে রাশিদ আলী একটি জিডি করেন।
জিডি গ্রহণের পরে গোয়াইনঘাট থানা পুলিশের এস.আই যিশু দত্ত বিষয়টি তদন্তে নামেন এবং এঘটনায় নিখোজ ৪ সন্তানের জননী রুশনা বেগম রহিমা ও তার ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে কথা হলে বিষয়টির তদন্ত কর্মকর্তা এস.এ যিশু দত্ত জানান, অভিযোগ পেয়ে আমরা নিখোঁজ রুশনা বেগম রহিমাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।