গোয়াইনঘাটে সাজাপ্রাপ্ত আসামি আটক
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:৩১,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে চুরি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ডভুক্ত আসামি মোঃ আঃ করিম (৩৫) কে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টায় থানার এস আই হাবিবুর রহমান নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করেন। আটক ব্যক্তি উপজেলার কুড়িখোলা গ্রামের আতাউর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ডভুক্ত আসামি। এ ব্যাপারে থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল হাই মোঃ আঃ করিমের আটকের সত্যতা নিশ্চিত করেন।