গোয়াইনঘাটে মাটি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু : আহত ২
প্রকাশিত হয়েছে : ১:৫২:২৬,অপরাহ্ন ৩০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাটি চাপায় এক শ্রমিক নিহত ও অপর দুই শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় সোমবার সকালে প্রতিদিনের ন্যায় জাফলংয়ের জুমপাড় এলাকায় কয়েকজন শ্রমিক একটি পাথর উত্তোলনের গর্তে কাজ করতে যায়। এসময় হঠাৎ করে গর্তের পাড় ধ্বসে পড়লে আলী আহমদ, আমজাদ আলী ও বেলাল হোসেন নামে তিন শ্রমিক মাটি চাপা পরে আহত হয়। আহত শ্রমিকদের স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে গুরুতর আহত আলী আহমদ’র মৃত্যু হয়। সে সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার উপজেলার আলমপুর গ্রামের এরশাদ আলীর পুত্র। নিহতের ছোটবোন জামাই ছমির মিয়া জানান আলী আহমদ প্রায় একমাস থেকে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় থেকে পাথর কোয়ারিতে শ্রমিকের কাজ করত।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই মাটি চাপা পড়ে এক ব্যাক্তি নিহত হওয়ার সত্যত্বা স্বীকার করে বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।