গোয়াইনঘাটে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত
প্রকাশিত হয়েছে : ১২:৫২:০৬,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: গোয়াইনঘাটে ট্রাক চাপায় আসাদ মিয়া (৬) নামে প্রথম শ্রেণীতে পড়ূয়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র উপজেলার তোয়াকুল নয়াপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
বুধবার সকাল সাড়ে ১০টায় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা তোয়াকুল ইউনিয়নের নয়াপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
জানা যায়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে একটি ট্রাক (সিলেট ড ১১-১০৯৯) আসাদকে চাপা দেয়। এ ঘটনায় স্থানীয়রা আসাদকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষনা করেন। সড়ক দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘাতক ট্রাক আটক করেন ও নয়াপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। এলাকাবাসীকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে।